যখন আমি খেলার মোহে কাটিয়ে গেলাম দিন ,
বুঝিনি তো তখন আমার জমলো এতো ঋণ।
অন্ধ ছিলাম বন্ধ ঘরে ,
পড়লো যেদিন আলোক ঝরে ,
সেদিন দেখি আকাশ পারে ,
সূর্য প্রভা ক্ষীণ।
বাজলো আমার হৃদয় জুড়ে বিরহ-রাগ বীণ।
সুখের খেলার মোহ টুটে ,
উগ্র ব্যাথায় ছন্দ ছুটে ,
থাকলো শুধুই পরাণ-পটে,
হারিয়ে যাওয়া দিন।
স্মৃতি এখন বুকের মাঝে চির অমলিন।
আজি,
ফুলের বাসে ছন্দে গানে ,
বসন্ত তার আকুল প্রাণে ,
আমায় যখন নিচ্ছে টেনে ,
তোমার স্মৃতি আগলে বসে-
শুধছি আমার ঋণ।
বাজছে শুধুই হৃদয় জুড়ে বিরহ-রাগ বীণ
আমি সারা জীবন খেলার ছলে কাটিয়ে গেলাম দিন