ঘনঘোর মেঘগুলি জল বুকে নিয়ে,
কি নেশায় ছুটে যায় নীলপথ ছেয়ে।
গুরু গুরু ডাক ছাড়ে যেন কোন হুঙ্কার,
মাঝে মাঝে ফেলে বাজ বিজলির ঝঙ্কার।
দুপুরের খররোদ ক্ষণিকেই নিস্তেজ,
পলকেই ঢেকে যায় সূর্যের যতো তেজ।
ঝরঝর বারিধারা অচিরেই ঝরে যায়,
ধুলোমাখা গাছগুলি পুনঃ নব শোভা পায়।
খালে বিলে থৈথৈ, জমে জল রাস্তায়,
শালিক আর কাকগুলি ভিজে ডানা ঝেড়ে যায়।
ক্ষণিকেই রুদ্র সে ক্ষণিকেই নারায়ণ,
প্রকৃতির অপরূপ সৃষ্টির রূপায়ণ।