বৃষ্টি বেলার গান -১
টুপুর টাপুর সারা দুপুর জলের নুপুর বাজে,
হালকা হাওয়ায় মন উড়ে যায় পানসি মেঘের সাজে।
মনে পড়ে একলা ঘরে ছেলেবেলার দিন,
ফিরে না পাওয়া, হারিয়ে যাওয়া , না শোধ হওয়া ঋণ।
ছিলাম যেদিন শুধুই নিজের সেদিন সবার ছিলাম,
আজকে সবার জন্য বাঁচি, তবুও নিজের হলাম ।
গদ্য যখন জীবন মোদের পদ্যে কিবা লাভ,
দশটা চারটে অফিস কাটাই মনে মনের অভাব।
স্বপন বুড়ো ডুব মেরেছে রাস্তা ভরা নুড়ি,
ভয়ে ভয়ে পথ চলি তাই কখন আছড়ে পড়ি ।
বৃষ্টি বেলার গান -২
মেঘলা আকাশ ভেজা বাতাস টুপুরটাপুর তান,
দিন কাটছে বন্ধ ঘরে বৃস্টি বেলার গান।
আয়রে পাগল আয়রে খেপা হাওয়ার তালে তাল মিলিয়ে,
নাচবো মোরা খেপার নাচন নটরাজের তাল বিলিয়ে।
নূপুর তালে রুনুঝুনু বর্ষা দেবে সাথ,
উদোম হাওয়ার বাঁশির সুরে গাইবো সারা রাত।
মনের মলিন দুঃখ ব্যথা ভুলবো সবি আজি,
মিলিয়ে যাবো বিলিয়ে দিয়ে সকল খুশির সাজি।