আজকে হঠাৎ দুপুর বেলা
ঝমঝমিয়ে জল,
পড়লো এমন পাহাড় বেয়ে
নামলো যে তার ঢল।
নীল গগনের সূর্য প্রতাপ
ঢাকলো কালো মেঘে,
আঁধার করে ভুবন খানা
ঝড় আসলো বেগে।
কাকেরা সব ফাটিয়ে গলা,
শূণ্যে মারে চরকি।
ডঙ্কা বাজে যুদ্ধ ভীষণ
শুরু হওয়ার রব কি?
ঢেউ উঠেছে জলের বুকে
স্থলে ভয়ের ডাক।
আয় ফিরে সব কোথায় আছিস
কাজ কর্ম থাক।
গুরু গুরু রব আকাশ মাঝে
চোখ ধাঁধানো আলো,
যেন সহস্র লাখ তরবারির
আঘাত নেমে এলো।
ত্রাহি ত্রাহি রব উঠেছে
ধরার বুঝি শেষ।
হঠাৎ করে পড়লো ঝরে
বারিধারার রেশ।
লক্ষ অজুত তীরন্দাজে
তীর ছুঁড়ছে বুঝি।
বৃষ্টি ফোঁটার রূপ নিয়ে তাই
পড়ছে মাথা গুঁজি।
ধীরে ধীরে শান্ত হলো
প্রকৃতির এই খেলা,
পাহাড় বেয়ে নামলো প্লাবন
পড়লো এবার বেলা।
সন্ধ্যা আসে রাত্রি নামে
শুধুই জলের ডাক।
ঝর্ণা'রা সব নদী হয়ে
যাক গো বয়ে যাক।