মাগো আমার ভয় লাগে খুব,
তোমায় খুঁজি তাই।
একলা আমি ঘরের কোনে,
আর কেহ তো নাই।
আকাশ পরে মেঘ জমেছে,
নিকস আঁধার কালো,
মাগো তুমি আমার ঘরে
প্রদীপ এসে জ্বালো।
আঁধার ঘরের বিছানাতে
বন্ধ চোখে শুনি,
অদুরে ঐ গাছ ভাঙছে,
বজ্রপাতের ধ্বনি।
এলোমেলো বৃষ্টি হাওয়ায়
জানালা দিয়ে জল
ঢুকছে ঘরে, ভিজছে আমার
পুতুল ঘোড়ার দল।
মাগো তুমি কোথায় আছো
শুনতে কি আজ পাও?
যেথায় আছো আমায় তুমি
সেথায় নিয়ে যাও।
দুষ্টুমি আর করবো না মা
শুনবো তোমার কথা,
রোদ্দুরেতে ঘুরবো না আর,
ছিঁড়বো না বই খাতা।
জানি তুমি রাগ করেছো
দিচ্ছো না তাই সাড়া,
বাবা বলেন হয়েছো নাকি
নীল আকাশের তারা।
আকাশ আজি মেঘে ঢাকা
যায়না কিছুই দেখা,
চেয়ে দেখো আমার পানে
ডাকছে তোমার খোকা।