আচ্ছা যদি এমন হতো
সকাল থেকে বিকেল হয়ে ফুটতো ভোরের আলো,
অন্ধকারের নাম না জানা, না জগতে কালো।
তবে কেমন হতো?
যদি ইচ্ছে গুলো বৃষ্টি হয়ে ঝরতো বারান্দায়,
যদি কল্পনারই পারিজাতের সুবাস হেথা বায়।
তবে কেমন হতো?
যদি মনের কথা চোখের ভাষায় যেত বুঝে নেওয়া,
থাকতো না কো হিংসা বিবাদ অনেক চাওয়া পাওয়া।
তবে কেমন হতো?
যদি শিমুল গাছে গোলাপ হতো মাকাল গাছে আম,
যদি মহম্মদের বাগিচাতে বাজাতো বাঁশী শ্যাম।
তবে কেমন হতো?
অনুরোধে জানাই শুধু এসোনা এসব ছাড়ি,
হিংসা অহং মুক্ত করে নুতন স্বদেশ গড়ি।।