একটি ফুলে বসে বসে ভোমরা প্রেমিক লাগায় বাজি,
আমার আগে বসলে ফুলে তোমায় ভালো বাসতে রাজি।

দু'জনা তে এই চুক্তি করে ভোমরা প্রেমিক ভোরবেলাতে,
জলদি করে পৌঁছাল সে হারবে নাকো এই খেলাতে,
ঘুচলো আঁধার জাগলো পাখি সকাল সেথায় হলো,
ফুঁসছে রাগে প্রেমিক ভোমর সে কেন না এলো।
সূর্য কিরণ পড়লো সেথা জাগলো ফুলের রাশ,
দেখে পাঁপড়ি মাঝে লুটিয়ে আছে প্রেমিকাটির লাশ।

লাগিয়ে বাজি ভোমরা প্রেমিক ফুল থেকে সে গেলো উড়ে,
হারের ভয়ে প্রেমিকাটি গেলো নাকো ফুলটি ছেড়ে।
ফুলের উপর রইলো বসে প্রেমিকাটি একা,
পাঁপড়ি মুড়ে ফুল ঘুমালো সে গেলো তায় ঢাকা।
বন্ধ শ্বাসে মরলো তবু ছাড়লো নাকো ফুল,
খুললে পাঁপড়ি দেখলো প্রেমিক ভাঙলো যে তার ভুল।
জীবন দিয়ে সে দেখালো ক্ষমতা প্রেমের কি যে।
হারলে পরে প্রেমের বাজি বড্ড বুকে বাজে।
প্রাণ দিয়ে তার প্রেমিকাটি শিখিয়ে দিল আজি,
কেউ যেন না লাগায় কভু ভালোবাসার বাজি।


(অনেক বছর আগের একটি লেখা , ২০০৮ কি ২০০৯ হবে আজ ডায়রির পাতায় পেয়ে পোস্ট করলাম)