বন্যা হওয়ার স্বপ্ন আমার শিশির কণা আমি ,
চাঁদ ছুঁয়ে যায় স্বপ্ন আমার এমনি আকাশগামি |
হিমালয়ের চুড়ায় বসে দেখবো পৃথ্বিটাকে ,
কল্পনাতে আমার এ মন এমনি ছবি আঁকে |
আমি ঝড়ো হাওয়ায় শুকনো পাতা ,
গরম দিনে শীতের কাঁথা ,
বেবাক বসে সময় কাটে সময় ফুরোয় না |
নিয়ম বাঁধা পৃথিবীটাকে সইতে পারিনা |
সব লোকে কয় অকর্মণ্য বেটা বুদ্ধির ঢেঁকি,
যে যা খুশি বলে বলুক আমার তাতে কি ?
আমি আপনভোলা পাগল হয়ে , কল্পলোকে হারিয়ে গিয়ে ,
নিজেই নিজে খুঁজে বেড়াই খুঁজে তো পাইনা ,
সবার মতো সোনার শিকল আমার যে সয়না |