একটি ছেলের হচ্ছে বিচার,
পূর্ণ সেথা ভিড়ে।
অপরাধ তার পথ হেঁটেছে
প্রেমিকার হাত ধরে।
করছে বিচার সেই বিচারক,
আকণ্ঠ যে গিলে।
পড়ে থাকে হেথায় হোথায়
রাস্তা বিলে খালে।
এমনি কিছু বিচারকের
মাঝে যুগল জোড়ি।
কাতর স্বরে করছে ভিক্ষা
দাওগো মোদের ছাড়ি।
কিন্তু কথা শুনছে কে আর,
শোনার কে বা আছে।
বদলে দেবে সমাজ তারা,
রইবে নাকো পিছে।
উঁচিয়ে গলা হাতের সাথে
একটি মাতাল সেথা।
কষিয়ে আঘাত বললো তারে
ফির না দেখি হেথা।
আড়াল করে যাচ্ছে তাদের
সভ্য সাধারণ।
হয়তো তারা করেছে
ঠিক এমন আচরণ।
অপরাধী পাচ্ছে সাজা
নেইকো তাতে ভুল।
কিন্তু সাজা দিচ্ছে যারা
কোনটি পূজোর ফুল?
ব্যথায় কাতর কিশোর প্রেমিক
রইলো হতবাক,
ঠোঁট টি কেন কালো বকের
ভাবছে বসে কাক।
অনিমেষ 04/09/2012