সুখের বাড়ি সুখের বাড়ি
হন্যে হয়ে খুঁজে ফিরি,
সুখের দেখা চাই !
খানিক পরে জানা গেলো
সবই নাকি এলোমেলো,
সুখেরি সুখ নাই।
সুনামিতে ঘর ভেঙেছে ,
পলি কাদায় ভরে আছে,
কাঁদছে বসে তাই।
এ যে কেমন জীবন গড়ি,
কখন বাঁচি কখন মরি,
পোকা মাকড় ভাই।
ফি-বছর তো ক্ষরায় গেলো
তৃষ্ণা বুকে প্রাণ হারালো,
গ্রামের পরে গ্রাম।
যদিও কিছু আনাজ ছিল
রোদের তাপে শুকিয়ে গেল,
বেচলে না পাই দাম।
কিনতে গেলে আকাশ ছোঁয়া
বেচতে গেলে মুড়ির মোয়া,
ধার ধারেনা নিতি,
সরকার অনেক এলো গেলো
অঙ্গিকারে ভরে দিল,
বদলালোনা স্থিতি।
মোদের কথা কে বা ভাবে,
গনতন্ত্রের ধ্বজা কবে
উড়ল আকাশ জুড়ে?
এ তো এক কথার কথা
তোমার ব্যথা আমার ব্যথা
নেতারা আউড়ে।
রাজা মন্ত্রী হাতি ঘোড়া
ছকে ছকে রয়েছে ভরা,
আমরা হলাম দাঁড়ি।
তাদের খেলা মোদের নিয়ে
পাশার ছকের উপর দিয়ে,
গনতন্ত্র গড়ি।
সময় ফুরায় রাত হলো ভাই
এখন তবে নিচ্ছি বিদায়,
আসবো আবার পরে।
সুখের খোঁজে ঘুরি ঘুরি
সুখের একখান প্রাসাদ গড়ি,
কষ্ট গুলো ভরে।
=========//=========