ওরে আমার ধর্মপাগল, ধর্ম ধর্ম করিস,
সত্যি করে বলতো তোরা কোন ধর্ম মানিস?
কে হিন্দু? কে মুসলীম? কে খ্রীশ্চান বৌদ্ধ?
কে বা শিখ, জৈন, পারসী? ধর্ম অনিরুদ্ধ।
ধর্ম নিয়ে নয়তো মানুষ, মানুষেরই ধর্ম,
ওসব ছেড়ে কাজ কর ভাই, সবার বড় কর্ম।
প্রেম দিয়ে তুই জয় কর মন, মনের কথা বোঝ।
মানুষের মাঝে রয়েছে ইশ্বর, করনা তাহার খোঁজ।
রামকৃষ্ণ,ইশামসি,নানকগুরু সবাই,
প্রেমের বাণী দিয়ে গেলেন প্রেমের বড় নাই।
গুটিকয়েক স্বার্থ-লোভী ভন্ড জনের বুলি,
সব ভুলে আজ তাকেই তোরা আপন করে গেলি।
ধর্ম না হয় রাখলি বুকে, লড়বি কেন তায়?
মতান্তরের বিভেদ শুধু জীবন নিয়ে যায়।
সত্যি করে বলতো তোরা, মানুষ যদি না রয়!
পৃথিবীতে থাকবে কোন ধর্ম পরিচয়?
লোভ হিংসার কবল থেকে বেরিয়ে যাবি যবে,
হাজার হাজার ধর্ম নিয়েও মানুষ সুখি হবে।
ভালোবাসার ধর্ম হবে থাকবে প্রেমের বাণী,
বন্ধ হবে নোংরা খেলা হিংসা হানাহানি।
ভগবান গুরু আল্লাহ গড্ দিও শুধু এই বর,
জীবের মাঝারে তোমাকেই পাই যেন, হে প্রভু ইশ্বর।