শূন্য আমি,
নিঃসীম অন্তরে আমার বালুকাবেলা !
গোধুলির শেষ রঙ মুছে গিয়ে, আমি এক নীল যবনিকা।
দিগন্তের অন্তিম রহস্যময় আমার জীবন ,
আমি এক বনানীর কল্প বিভীষিকা ।
মাঝে মাঝে বাইকের শেষ গতি বড় কম মনে হয় ,
রাস্তার নুড়িগুলো দাঁত খিঁচিয়ে থাকে,
অন্তিমের পথ !
শ্বাপদের ভিড় করা শহরের বুকে রক্তাক্ত অঙ্গুলি হাতড়ে বেড়ায় আহত প্রেম ।
বোবা ব্যথা বুকে ,
নিঃসীম অন্ধকার ঢাকা-
আমার পৃথিবী।
==========*=========