তুমি সত্যি কথা সহজ করে বলো।
অন্তরেতে লুকিয়ে থাকা
আছে যতো দুঃখ ব্যথা
হাসিমুখে ত্যজো তাদের,
প্রাণেরে আজ সজীব করে তোল।
তুমি সত্যি কথা সহজ করে বলো।
এই জীবনের সাগর তলে
মুক্তো আছে গভীর জলে
বন্ধ চোখে রুদ্ধ দ্বারে
নিজেকে খোঁজো বিশ্বমাঝে
আপন প্রাণের মুক্তো গুলো
ডুব দিয়ে আজ তোল।
তুমি সত্যি কথা সহজ করে বলো।
গোপন ব্যথার অশ্রু যদি
বহে বহে সে হয়গো নদী
সেই নদীতে পাল তুলে দাও
তার ঢেউয়ের সাথে খেলো।
তুমি সত্যি কথা সহজ করে বলো।