অফিসের বড়বাবু রোগা ছিপছিপে,
জীর্ণ মলিন কায়া বয়সের চাপে।
সিঁটকানো নাক আর তায় সাঁটা চশমা,
প্রতি কাজে ঝেড়ে যান অতীতের উপমা।
কি যে সেই দিন ছিলো সরকারি কাজে,
সে সুদিন পড়লে মনে বুকে বড় বাজে।
বেতন অল্প ছিলো তবু তাতে খুশি,
সম্মান তার চেয়ে শতগুন বেশি।
অফিসের আর এক চনমনে ছোকরা,
কথায় কথায় করে তার সাথে ঝগড়া।
আজকের দিনসাথে অতীতের তুলনা,
সেদিন কি ছিলো কাজ? কাজ মানে ছলনা।
সারাদিন বসে বসে করে ঠক ঠক,
দু'পাতা লেখাই দায় শুধু বক বক।
আজকে আঙ্গুলের একটু ছোঁয়ায়,
কত শত পাতা ভরে ছাপা হয়ে যায়।
মুহুর্তে ছড়িয়ে দিতে দুর হতে দুরে,
আজকের তুলনা করো সেদিনেরে।
বড়বাবু বলে হেঁসে সবি বুঝিলাম,
যার বলে আজ তুমি এতো বলিয়ান,
সে সব হয়েছে সেই অতীতের দিনে,
পেয়েছো আজকে তাকে আমাদের দানে।
ফুল বলে কান্ড তুই কতো ফুটোফাটা,
আমারি পরিচয়ে পরিচিতি গোটা।



(পঁচিশ বাই চল্লিশের এক হলঘরে আমাদের অফিস, একপ্রস্থে বড়বাবুর টেবিল আর দৈর্ঘ্যবরাবর দেওয়ালের দিকে পিঠ করে আমাদের, কাজের চাপ আর মাঝেমাঝে নানারকমের আলোচনায় দিনগুলি পার হয়, আজকের কথাটুকু কবিতার ছলে আপনাদের সাথে ভাগ করে নিতে মন চাইলো।)