ঘুম নেই চোখে নিঝুম রাত
                  আকাশে তারারা জাগে,
মাঝে মাঝে ওঠে নিশাচর ডেকে
                        দূরের কুসুম বাগে।
প্রহরে প্রহরে মোরগ জানায়
                        জাগছে নিশি সাথে,
আমি বসে একা নিকস আঁধারে
                       এহেন মায়াবী রাতে।
ওই পারে  মোর বিরহিনী প্রিয়া
                       কাটিছে কেমনে রাতি ,
যেথায় নিরবে জেগে রয় তার
                       মোমগলা কোন বাতি।

          কত চাওয়া বুকে জমা আছে যার
          আঁধারের মাঝে খোলে তারা দ্বার
                               ঝরে শুধু ঝরে নয়নে।
           আঘাতে পঙ্গু করি করেছে হরণ
           গুমরি গুমরি ওঠে মাদক মরণ
                               প্রবল আবেশে শয়নে।

ধীরে ধীর কোথা ভোরের বাতাসে
                          শিউলি ছাড়িল শাখা,
গুটি হতে কিট নূতন প্রভাতে
                           মেলিল নূতন পাখা।
অলস নয়নে ধীরে ধীরে এসে
                              স্বপ্ন বাঁধিল বাসা ,
ঘুমোঘোর এল শিথিল কলেবরে
                            হারাই সকল ভাষা।
জানিনা কি পাবো আগামী সকালে
                             অনিশ্চিতের ছায়া,
বাঁচার তাগিদে মরিতেছি রোজ
                         জীবনের ঘোর মায়া।