এ এক হতাশার প্রতিচ্ছবি-
সুখ-দুঃখ বেদনা আনন্দ এই সব অনুভূতি গুলির অন্তরালে কোথাও যেন লুকিয়ে থাকা একটা জীবনের বেহিসাবি কল্পনার হিসাব।
তোমাদের কাছ থেকেই জেনেছি অনন্ত বিস্তৃত এ মহাবিশ্বের কতটা ক্ষুদ্র একটা জায়গা আমার জন্য সংরক্ষিত,
চাঁদ সূর্য পৃথিবী আর রাতের আকাশে মিটমিট করা অগণিত নক্ষত্রের এই যে দৃশ্যমান আমার জগৎ তা নাকি এই মহাবিশ্বব্রহ্মাণ্ডের এক ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশ।
যেমন রয়েছে আমার মুষ্টিবদ্ধ কোন বস্তুর অভ্যন্তরে লুকিয়ে অণু পরমাণুর জগৎ
কে বড় আর কে ছোট তা সব সময়ই তুলনা মূলক।
তবুও কেন জানিনা আমাদের কাছে আমাদের কষ্ট টাই সবচেয়ে বড় কষ্ট বলে মনে হয়।
শব্দের জালে জড়িয়ে যায় ভাষা।
মনের ভাব প্রকাশ করা দুঃসহ হয়ে ওঠে।
জীবনের যন্ত্রণা গুলো কাঁধে বইতে বইতে
অবসন্ন শিথিল মাসপেশিগুলো চেঁচিয়ে ওঠে
অব্যক্ত বেদনায়।
সময় তার নির্দিষ্ট মাপদন্ড মেনে
আবহমান স্রোতে গতিশীল।
চাওয়া পাওয়ার বিষম ব্যবধানের যুপকাষ্ঠে বলি হওয়া স্বপ্নগুলো দাঁতখিঁচিয়ে ব্যঙ্গ করে দেখিয়ে দিয়ে যায় অযোগ্যতার অবয়ব।
তবুও চলতে থাকে জীবন
জানি না কিসের সন্ধানে।
কি পেতে চায় এই না থাকা জীবনের ভিড় থেকে।