সেদিন গিয়েছে চলে,
সময়ের অতল তলে,
স্মৃতি টুকু পড়ে আছে ছাই।
কত কথা কত গান,
কত ব্যথা অভিমান,
তার আজ লেশমাত্র নাই।
তবু যেন আছি বেঁচে,
দুখের সাগর সেঁচে,
হাতড়াই সুখকণা  খুঁজি।
মনের মাঝারে মন,
জেগে থাকে চিরন্তন,
একরাশ স্মৃতিকণা পুঁজি।
যৌবনের মত্তাবেগে,
বেহাগ ভৈরবী রাগে,
সেদিনের গান ছিলো যতো।
আজি অস্থি চর্মসার,
ঝুঁকে পড়া দেহভার,
সব সুর করে মাথা নত।
সময়ের সাথে সাথে,
একটি একটি দিনে রাতে,
কত কত  ঋতু হয় পার।
পুরানো পাতারা ঝরে,
কিশলয়ে যায় ভরে,
জীবনের মূল তত্ত্ব সার।
এমনি বাইবে খেয়া,
দুই পারে আসা যাওয়া,
রয়ে বসে সেই ছবি আঁকো।
আমার অস্তিত্ব কথা,
হৃদয়ে রবে কি গাঁথা?
স্মৃতিপটে যদি পারো রেখো।