সেই যে তুমি চলে গেলে একলা রেখে আমায় পথে,
অপেক্ষাতে আজো আছি, ফিরবে কবে সোনার রথে।
বিদেশ বিভুঁই নাম জানি না, কোন সে দেশে দিলে পাড়ি।
কুড়িয়ে নিয়ে অনেক মাণিক, বলেছিলে আসবে বাড়ি।
অনেক কিছুই বলার ছিল অস্তরাগের সূর্য-টারে।
কাটলো হেথায় তোমায় বিনে এতগুলি দিন কেমন করে।
বলেছিলে সেই যে সেদিন বাহুর বাঁধন আলগা ধরে,
যেদিকেতে সূর্য্যি ডোবে যাবে নাকি সেই শহরে।
শুনে সেদিন আমার বুকে হঠাৎ করে পড়লো বাজ,
তবুও তোমায় বিদায় দিলেম গুছিয়ে দিলেম যাওয়ার সাজ।
একটি দুটি তিনটি করে,
বারোটি আজ বছর পরে,
তোমার দিকে চেয়ে চেয়ে পড়লো আমার বেলা,
তাইতো আজি পড়ন্ত বেলার,
শব্দ কিছু জীবন খেলার,
অস্তরাগের সুর্য্যিটাতেই ভাসিয়ে দিলেম ভেলা।
হয়তো তোমার পূব আকাশে,
উঠবে হেসে নবীন বেশে,
কালকে যখন ভোরের বেলা, দেখবে না তো তুমি!
আমার হেথায় অস্ত গেলে,
তোমার হোথায় আলোক মেলে,
বিষন্নতার যতেক কালো রইলো শুধু আমার কাছে জমি।