আমার মতো তোমারো বুঝি বুক করে খাঁ খাঁ,
ইচ্ছে করে মেলে দিতে নীল আকাশে পাখা,
ঝর্ণা হয়ে ঝরবে ভেবে আকাশ হতে নেমে,
সজল ধারায় যাও মিলিয়ে তরুর শরীর চুমে।
বুকের মাঝে হৃদয় আছে, হৃদয় আছে ফাঁকা,
কৃষ্ণচুড়া, লাল পলাশের রক্ত আগুন শাখা।
ঝরায় না মেঘ বৃষ্টি,
থমকে থাকে দৃষ্টি,
ইচ্ছে গুলো লুকিয়ে আছে নীল আকাশের বুকে।
আমার মতো হয়তো তুমি রয়েছো একই সুখে।
নীল সায়রের বুকের মাঝে রাজহ্ংস খেলে,
শিশির ভেজা সবুজ পাতায় সূর্য সোনা ঢালে,
হাজার স্বপ্ন হৃদয় মাঝে দিন প্রতিদিন মরে
লাটাই হারা ঘুড়ির মতোই শূণ্যবুকে ঘোরে,
সেই হৃদয়ে প্রেম রয়েছে, প্রেম রয়েছে সখা
পানকৌড়ি, মাছরাঙ্গাদের ঠায় দাঁড়িয়ে থাকা।
ছড়ায় না চাঁদ আলো,
রাত ফুরিয়ে গেলো
পূর্ণিমা মন আঁধার মাঝে নিত্য ঢাকা থাকে,
তোমার মতোই রয়েছি আমি সেই একাকী সুখে।