অভাব অভাব করছি মোরা,
অভাব বলো কোথায় নাই?
সব মানুষের অন্তরেতে
রয়েছে দেখো তাহার ঠাঁই।
ঘুচবে তোমার অভাব,
যবে তোমার চাওয়া রইবে না।
মন যদি না চাইলো কিছুই
অভাব তবে থাকবে না।
কেউ কি আছে এই দুনিয়ায়
যাহার কোন অভাব নাই?
কেউ রয়েছে খাওয়ার আশায়
কারো আবার পাচন চাই।
লজ্জা ঢাকার বসনখানি
ছিন্ন শত কাহারো তরে,
আবার কেহ ভাবছে বসে
কোনটা রবে সবার পরে।
এই দুনিয়ার গোলকধাঁধায়
হারিয়ে যাবে ভাবতে গেলে,
থাকবে ভালো হিসাব বিনা
কি পেলে আর কি না পেলে।
যা পেয়েছ সামলে রাখো
তা না যেন যায় হারিয়ে,
যা পেলে না তাহার পিছে
হন্যে হয়ে না বেড়িয়ে।
কারো আছে খাবার অভাব
কারো আবাস বিলাস-বসন।
মূল্যবোধের হচ্ছে বলি
ভালোবাসার অবাধ শোষণ।
সবার বড় অভাব যাহা
জেগে উঠে তুমি করগো দুর,
চেতনা প্রাণের সাহস মনের
হৃদয়ে বাঁধা প্রেমের সুর।
পার্থিব যাহা রবে পড়ে হেথা
যাবে না তোমার সাথে,
তুমি রহ না রহ, কাকলি-কুজনে
সূর্য উঠিবে প্রাতে।
তুমিও রবে না আমিও রব না
সকলি আসিবে যাবে,
অভাব সে বড়, তুমি গেলে পরে
তোমার অভাব রবে।