রঙ দাও রঙ দাও
জীর্ণ মলিন মুখে
অনাহার ক্লান্ত ওই
অসহ্য দু:খে ।
তুমি রঙ দাও ।

রঙ দাও রঙ দাও
কান্নার কালো জলে,
অব্যক্ত বেদনা যতো
হতাশার আঙন তলে,
তুমি রঙ দাও ।

হিংসার হানাহানি-
কালো রাজনীতি,
ক্ষুদ্র স্বার্থলোভে
বৃহতের ক্ষতি
তুমি রঙ দাও ।

সভ্যতার নগ্ন সাজ
আধুনিকতার মুখে,
শিক্ষা চেতনা লুপ্ত
বর্বর সুখে,
তুমি রঙ দাও।

গেরুয়া সাদা সবুজ
যত আছে নিয়ে,
স্বদেশের মাটি তুমি
দাও রাঙিয়ে।
জাতপাত ধর্মের
সব বেড়া খুলি,
রঙ দাও বিবর্ণ সুখে
আজ খেলো হোলি।

🌈❄🌈❄🌈❄🌈