আমি পেরিয়ে গেলাম রেলে
তোর ছাদে তখন ঝমঝমিয়ে জল,
উড়ন্ত মেঘ আকাশ করে কালো
নিচে তুষার সম সাদা কাশের দল।
আর একটিবার, একটিবারের মতো
জানালা দিয়ে তাকিয়ে তুই দেখ
আর একটিবার, একটিবারের মতো
সাদা পাতায় আমার নামটি লেখ
আমার রাত জাগা চোখ, স্বল্প ঘুমের নেশা
আমার জটিল চুলে রুক্ষ ধুলোর বাসা
আমার বুকের মাঝে শূন্যতাকে ধরে
চাওয়া পাওয়ার স্বপ্নগুলো তাকায় ঘুমঘোরে।
তুই আর একটিবার আমার কথা বল
আমি স্বপ্ন দেখবো তুইও সাথে চল।