নিয়মে বাঁধনে বাঁধা
এ আমার প্রাণ।
নিত্য রয়েছে জাগি
করুণার ভিখ মাঁগি
সাগরে নিমজ্জিত শৈল-সমান।
এ আমার প্রাণ।
কখনো শ্যামল শাখায়
ফুলেরা যদি বা চায়
ছড়ায়ে সুবাসিত ঘ্রাণ,
মধুলোভী কিট দলে
নানারূপে নানা ছলে
অবারিত মধু করে পান।
শতবর্ষে শতরূপে
দেখেছি দীন ও ভূপে
আজ তারা হয়ে ইতিহাস,
মাটির অনেক কাছে
তারা কভু ছিল বেঁচে
মৃত্যুর অনেক আগে মরন আভাস
হৃদয়ে আশ্রিত কণা
সর্পসম তুলে ফনা
নিশদিন ছোবলে ছোবলে,
বারে বারে বলে যায়
বৃথা কেন থাকো হায়
জড়ধী, সংসার কবলে।
আমারে বেঁধেছি আমি
সোনার অঙ্গুঠি চুমি
দুরে ফেলে এসেছি আকর।
ললাটের রক্তটিকা
রঙ্গমঞ্চে জয় লেখা
আমারে বধির করে, পিছুডাকা স্বর।
কোথায় ভেসেছে তরী
কোনপারে যায় ভিড়ি
নোঙরের রশি খানখান,
নিত্য আমারে ডাকে
রহস্যপাতাল থেকে
নিয়মে বাঁধনে বাঁধা এ আমার প্রাণ।