(১) বিদায়

আজকে যাওয়ার ডাক এসেছে যেতেই হবে মোরে,
ছলছল চোখে আসরের থেকে নিরবে গেলাম ঝরে।
এতগুলো দিন কিভাবে কেটেছে স্রোতে ভেসে ভেসে হায়,
নানাবিধ ফুলে ভরানো বাগান সুবাস যেথা বায়।
স্মৃতির কোনায় রেখে নিলেম তাদের ভরে ভরে,
বন্ধুরা সব রেখো মনে আসবো আবার ফিরে।

(২) যদি ফিরে আসি

সব কথা শেষ হলো না, রয়ে গেলো কিছু বাকি।
পাতার সবুজ হলুদ হয়েছে বলোনা দিয়েছি ফাঁকি।
যদি বা কখনো আসি ফিরে হেথা শালিক চড়ুই হয়ে,
কিম্বা ঘাসেতে শিশির ঝরানো হিমেল হাওয়া নিয়ে।
সেদিনো পাবে এমনি আমায় শত না পাওয়ার মাঝে।
তোমার স্মৃতিতে থাকবো লুকিয়ে প্রতি ধ্রুবতারা সাঁঝে।

(৩) ভবিষ্যত জানি না

আমার কলম ভোঁতা হয়ে গেলেও কালি তো ঝরা বন্ধ হয়না,
হৃদয় টা মুচড়ে ওঠে ফোঁটা ফোঁটা ঝরে পড়ে বোবা যন্ত্রণা।

তোমাকে দেখে কতোদিন হয়ে গেলো তবুও ছবিটা উজ্জ্বল।
কান্নার লোনা জলে মুছে রাখি তাহাকেই অবিরল।

জানি আর ফিরবে না, পাবো না হয়তো সেই উজ্জ্বল উপস্থিতি,
সময়ের কালস্রোতে বহে যাবে সেদিনের সবগুলো স্মৃতি।

তবুও আজকের এই দিন যদি কভু মনে পড়ে যায়,
ভেবে নিও মনে মনে আমিও তোমার মতো বড়ো অসহায়।


কবিতার আসরের অনেকেই জানেন আমার পেশা, আজ বিশেষ অবস্থায় আমি কিছু দিনের জন্য বিদায় নিচ্ছি, কারন নেটওয়ার্ক ছাড়া আপনাদের সাথে যোগাযোগ রাখা সম্ভব হবে না। তবুও যদি সম্ভব হয় বা ফিরে আসি তাহলে...