সু-উচ্চ পাহাড়ের বুকে,
বিরহ-আর্তনাদ রেখে,
পৃথিবীর বুক ছুঁয়ে গেলে।
ঝরঝর ঝরে নিরবধি,
ছুটে ছুটে হলে এক নদী,
কখনো ভেবেছো কী পেলে?
পাহাড়ের বুক ভেঙে পৃথিবীকে চিরে,
কঠোর কঠিন শিলা হৃদয়েতে ভরে,
শুধু তুমি বয়ে যাও ঝরঝর ঝরে,
নির্ঝরা কোথা যাবে? মিলিতে সাগরে?
অস্থির সময়ের লোলুপ জিহ্বা,
গণ্ডুসে পান করে সব চাওয়া-পাওয়া।
নির্মল ঝর্ণা হারায় পরিচিত রূপ।
তার চেয়ে থাকো যদি বসে,
গিরিরাজ পাদতলদেশে,
সুবিশাল সরোবরে আপন সরূপ।
শাখা ভরা ফুল আর মিষ্ট কলতান,
রাজহংসী ধবল পাখা জুড়াবে পরাণ।
কেন তবে ছুটে চলা ভুল পথ বেয়ে,
নির্ঝরা থেমে থাকো শৈল'কে ছুঁয়ে।
দাঁড়াও ক্ষণিক হেতা,
বাকি আছে কতো কথা,
শৈলশিখর রয় চেয়ে।