টিমটিমাটিম জঙ্গলেতে জোনাক জ্বালায় বাতি
শেয়াল মামা হরিণ ভায়া নাচছে বনে হাতি।
কি হলো গো কি হলো আজ, নাচে বনে সব
গাছের ডালে নাচছে ফিঙে, দোয়েল তুলে রব।
ময়ূর তাহার পেখম মেলে ছন্দে মাতোয়ারা,
লোমশ ভালুক জ্বর ভুলেছে আনন্দেতে হারা।
চিঁচিঁ করে ডাকছে ঘোড়া উর্ধে তুলে ঠ্যাং
থপ থপ থপ ডাঙায় উঠে নাচছে কোলা ব্যাঙ।
সরু গলার রাজহাঁসেরা নাড়িয়ে সেকি নাচ ,
জলের থেকে লাফিয়ে নাচে জলের যত মাছ।
কি হলো গো কি হলো আজ উল্লাসে সব বাঁচে,
দেখতে গিয়ে দেখি আমার খোকনসোনা নাচে।


***************************