যেমন খুশী লিখতে পারো
কলম যখন তোমার হাতে
ছেঁড়া পাতার পাণ্ডুলিপি
হারিয়ে যাবে কালের স্রোতে
অলক্ষ্যে যে তীর ছুঁড়েছো
ঘায়েল সেথায় কে বা পড়ে
ক্ষণিক আলোয় উঠছে জ্বলে
নিজের মনে আবেগ ভরে
রঙ ছড়িয়ে রঙিন করো
মিথ্যে কথার কল্পনারে
ভীষণ ভাবে আঁকড়ে ধরো
মিথ্যা জেদের স্বার্থটারে
হাজার তুলি অনেকটা রঙ
নষ্ট কতো মানব জীবন
তবুও তোমার রাতের চাঁদে
বুক পোড়ানো আগুন এখন
এই আগুনে পুড়ছি মরে
দৈবপাকে গ্রহের ঘোরে
বিষাদ বিষে জর্জরিত
যাবে না সে আমায় ছেড়ে?