আজ কেন হলাম আমি বিরহে বড় কাতর,
কার টানে মনের কোণে ভেঙ্গেছে আজ পাথর।
কষ্ট গুলি মনের দুয়ারে কেন দিচ্ছে উঁকি,

আমার মন কি আমায় ছেড়ে চায় দিতে ফাঁকি।।
অজানা কোন মায়ার সাথে আজ আমি বকি।।।
তুমি কে কেন আমাকে দেখা দিলে,

তুমি কি আগে থেকে আমার ছিলে।।

এই বুক ফাটা কান্না শুনতে কি পাওনা,

মনের মাঝের আহবান তুমি কি বুঝনা

প্লিজ প্লিজ আমায় ছেড়ে যেওনা।।

দ্যাখো আমার হৃদয় তোমার দিকে তাকিয়ে আছে
তোমার কথা ভাবছে মনে মনে,
সুধু দেখছি তোমার ছবি আমি ক্ষণে ক্ষণে।।

পাগল হয়ে যাব আমি হয়ত চলে বনে,

কিছুই চাইনা আমায় দিও জায়গা একটু মনে।
আমি তোমার জন্য করবো সব কিছু,

বিনিময়ে সুধু তুমি, থেকো আমার পিছু।।

হাত দুটি ধরো আমায় আর কিছু চাইনা,

পুরূণ আমি করবো তোমার আছে যত বায়না।
সত্যি তোমায় ছাড়া আর কিছুই চাইনা।।।