আহ, প্রিয়তমা,
তুমি ঘুমাও, শান্তির ঘুম ঘুমাও।
ভুলেই থাকো আমাকে।
প্রিয়তমা আমার,ভুলেই থাকো তুমি।
গভীর ঘুমে ই থাকো তুমি।
ঘুম ভাঙাইলে তো জেনে যাবে ভালোবাসি।
তাই তুমি ঘুমেই থাকো, নাই বা জানলে
ফুলের গন্ধের কি মানে।
নাই বা জানলে ডুবসাতারে কাকে খুঁজি রোজ।
নাই বা হলো প্রেমের পদ্মফুল তোলা।
নাই বা হলো বৃষ্টি স্নান।
হাসি নাহয় হইলো ই ম্লান।
তোমার বুকে স্থান করে নিক সবুজ ঘাস।
আর আমার কিছু দীর্ঘশ্বাস।
উহলবাখ।
১৬.০৬.২০