আজকে যাদের চিড় ধরেছে
মনের কোণে খুব,
কখন  তারা আসবে  ফিরে
তীর ভাঙা এই সাগর নীরে
কেমনে দিবে ডুব!

আজকে  যারা  সত্য  ভুলে
দেখায় গায়ের জোর,
ভন্ড  নেতার  পিছু  হেঁটে
কেমন করে আঁধার কেটে
আনবে আলোর ভোর?

আজকে যাদের মন আকাশে
জমছে কালো মেঘ,
তাদের যতো মিথ্যা আশা
কেমন  করে  গড়বে বাসা
মুছবে  সে  উদ্বেগ।

আজকে যারা কথায় কাজে
ভাঙছে  সরল  মন,
কে বা তাদের পথ দেখাবে
কেমন  করে  মুক্তি  পাবে
আছে তার কোন্ জন?

তাই  বলি  কি  আসুন ফিরে
সত্য ন্যায়ের পথে,
আল্ কুরআনের পথটি ধরে
মিথ্যা  থেকে  থাকবো দূরে
চলবো সঠিক মতে।