.
  সকাল  দুপুর বিকেল  বেলা
  তোমায় নিয়েই ভাসাই ভেলা
         সুখের  সমুদ্দুরে,
  পাখি তোমায় না চিনে মন
  দুঃখ  ব্যথায়  হয়না স্মরণ
         ভাবছি তুমি দূরে।

  আপণ করে নেইনা তোমায়
  তবুও  সবার  দৃষ্টি   সীমায়
       করোই ডাকাডাকি,
  কান্না  হাসির  সাক্ষী  তুমি
  যতোই তোমায় দেই যে চুমি
      আচমকা দাও ফাঁকি!
  
  প্রাণ পাখিটা যাচ্ছে  ডেকে
  রঙিন আকাশ হচ্ছে ফিঁকে
      কমছে ভালোবাসা,
  সবার  বুকের  মধ্যখানে
  উড়ছে  পাখি সংগোপনে
       বুকেই বেঁধে বাসা।
  
   তোমায় তবু বেড়াই  খুঁজে
   ক্লান্তি শেষে দু'চোখ  বুজে
        সব হয়ে যায় শেষ,
   বন্ধু  স্বজন  বেবাক ছেড়ে
   অচেনা এক ঘোড়ায় চড়ে
         তুমি  নিরুদ্দেশ।