--------------------------
সব কিছুতেই তোমার স্মৃতি
জড়িয়ে আছে তোমার প্রীতি
প্রেম কাননের গোলাপটা যে তুমি,
তুমি ছাড়া --
মনের জমিন বিরাণ মরুভূমি।
মনটা যখন পাগল পারা
তুমি আমার সন্ধ্যা তারা
বেলকুনিটা তোমার আলোই ভরা,
তুমি ছাড়া --
আমার আকাশ হচ্ছে যে মন মরা।
ভোর বিহানে পাখির গানে
সবাই ছোটে বাহির পানে
তোমার ছোঁয়ায় মিষ্টি মধুর ঘ্রাণ,
তুমি ছাড়া --
শুন্য এ বুক পায়না খুঁজে প্রাণ।
আমার প্রতি নিঃশ্বাসে তাই
তোমার পরশ বিশ্বাসে পাই
জনম জনম রাখবো তোমায় ধরে,
তুমি ছাড়া --
পাইনা কারও এতই আপন করে।