💢💢💢💢💢💢💢💢💢💢💢
আমার যতো গান কবিতা লেখা
স্রষ্টা তোমার দয়ায় সব ই শেখা
জ্ঞানের আলোয় জীবন ভরে দাও,
অকল্যাণ আর মিথ্যা তুলে  নাও।

আমার যতো চাওয়া পাওয়ার ঝোঁক
না পাওয়া আর হারানোর সব শোক
তোমায় ঘিরে চলছে জীবন  ব্যাপী
মাফ করে দাও আমি অধম পাপী।

তোমার দেয়া দৃষ্টি আমার সদা
নেয়ামতের করেছে অ- মর্যাদা
সৃষ্টি তোমার শেখায় আমায় কত
তবু না শুকরিয়া করছি অবিরত।

আমার সময় ফুরাবে  এক দিন
রয়ে যাবে তোমার প্রেমের ঋণ
অন্তরে দাও  কৃতজ্ঞতার  ছাপ,
যাচি  প্রভু তোমার কাছে মাফ।

জীবন  জুড়ে ভালোবাসার ঢেউ
দম থাকতে কেউ বুঝিনা  কেউ
তবু গোলাম আমরা মানুষ সব,
সঠিক পথে চালাও ওগো  রব।


ওয়ারী, ঢাকা।