.
    জীবন সবার বিষন্নতায় কাটছে যে,
   বড্ড ভীষণ কঠিন পথে হাঁটছে সে।
  অদেখা এক ভাইরাসে আজ কাড়ে সুখ
ভাঙছে বুকের পাঁজর সাথে বাড়ছে দুখ।

   অন্ধকারে  বিশ্ববাসীর  কাঁদছে  মন,
ধুঁকছে মানুষ কেউ পাশে নেই আপণজন।
তোমার আমার কাটছে বেলা কাটছে দিন,
এই  বুঝি এই ধরলো কভিড নাইন টিন!

  করোনার এই ক্রান্তিকালে বন্ধ পাঠ,
স্কুল-কলেজ  বন্ধ  কোথাও  বন্ধ  হাট।
ভীষণ  খরা  অর্থনীতির  সকল   ভাগ,
মনের ভেতর পুড়ছে সবার কাটছে দাগ।

হ্যান্ড গ্লোবস্ আর মাস্ক্ পরে সব করি কাজ,
  জ্ঞানী-গুণী  ডাক্তার  কিংবা  কবিরাজ।
   করোনা যে সকাল সাঝে মরন  ফাঁদ,
   সবাই যাচে থাকবে বেঁচে  স্বপ্ন সাধ।

    প্রকৃতি আজ নিচ্ছে বুঝি প্রতিশোধ,
তারপরেও জাগছে না এই বিবেক বোধ।
    তবুও বাঁচার স্বপ্ন দেখি আমরা সব,
    মুক্ত করো এই পৃথিবী মহান রব।