আমার সেই মন
কাঁদে  সারাক্ষণ
ভুলিনি সে দায়ভার,

ফেলে আসা দিন
তোমাদের  ঋণ
খুঁজে ফিরি বার বার।