সবুজের বুকে এই গড়ে ওঠা দেশ,
নিঃশ্বাসে মাখা যেথা মুগ্ধ আবেশ।
তরুলতা ভরে আছে তার চারিধার,
তাই দেখে ভরে মন কাটে যে আঁধার।
তরু-লতা বৃক্ষে ভালো থাকে মন,
নির্মল বায়ু পেতে গড়ে তোলো বন।
খেলে ফল বাড়ে বল তার জুড়ি নাই,
বাঁচাও বন ভাই-বোন দিয়ে মন তাই।
বন্ধুর মতো গাছ রেখো সবে মনে,
তার তলে বিশ্রাম করো জনে জনে।
কাঠে গড়া আসবাব কত রঙে সাজে,
ঔষধি গাছ গুলো লাগে শত কাজে।
পরিবেশে বৃক্ষের অনেক অবদান,
তার মাঝে ঝড়ো হাওয়া হয় অবসান।
সবুজের মাঝে তাই মিশে যাই সবে,
প্রতিদিন চারা গাছ পুঁতে যেতে হবে।
এসো তাই সবে মিলে করি এই পণ,
জীবনের তরে হবে বৃক্ষ রোপন।
সবুজের সমারোহে মিলবে যে সুখ,
প্রকৃতির রঙে রঙে ভরে যাবে বুক।