(আমার প্রাণ প্রিয় ব্যক্তিত্ব বাংলা কবিতা ডটকম এর দীর্ঘ দিনের সদস্য " আলোকিত সাহিত্য পরিবার " এর মান্যবর প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট কবি ও ক্রীড়া ব্যক্তিত্ব জনাব আবু কওছর সাহেবকে তার জন্ম দিনে উৎসর্গকৃত ছড়া)
শুভক্ষণে তোমায় দিলাম
এক আকাশের তারা,
শত আশার জাল বুনে যাই
কথায় কাজে মিল খুঁজে পাই
তোমায় নিয়ে যারা।
হৃদয় থেকে তোমায় দিলাম
ফুলেল ভালোবাসা,
জীবন জুড়ে ফুল ফুটে থাক
তার ঘ্রাণে যাক মুছে যাক
সকল সর্বনাশা।
তোমার জীবন চলুক ছুটে
রংধনু রঙ মেখে,
আঁধার কেটে আলোয় ফিরে
জীবনের নাও ভিড়াও তীরে
সব অনাচার রেখে।
জীবন নদী পার হয়ে যাও
ডিঙিয়ে সকল বাঁধ,
মিলিয়ে তোমার ইচ্ছে ডানা
আঁকিয়ে সঠিক পরিকল্পনা
মেটাও স্বপ্ন সাধ।
জন্ম তোমার যেথায় যেমন
কর্মটা হোক ভালো,
আঁধার কালো যাক পালিয়ে
জীবন জুড়ে যাক ছড়িয়ে
সত্য ন্যায়ের আলো।
(শুভ জন্মদিন)