শরৎ এসেছে বছর পেরিয়ে
বাংলার প্রতিটি ঘরে,
নানা ফুল ফোটে, প্রকৃতির ঠোঁটে
শিশিরের ফোঁটা ঝরে।
শরৎ এসেছে আঁধার সরিয়ে
আকাশে ফুটেছে আলো,
ফুলে ফুলে ভরা সাদা কাশবন
টুটেছে আঁধার কালো।
শরৎ এসেছে নব বধু সাজে
সাজাতে এ ধরাতল,
স্বচ্ছ আকাশে, মুক্ত বাতাসে
শ্বাস নিতে নির্মল।
শরৎ এসেছে দু'হাত বাড়িয়ে
পদ্ম কুড়াতে জলে,
কুয়াশায় ভিজে,ছুটে যেতে সবে
শেফালী গাছের তলে।
শস্য শ্যামল, স্নিগ্ধ কোমল
প্রকৃতির বুক চিরে,
শরৎ এসেছে নব যৌবনা
বহতা নদীর তীরে।
ভরা উচ্ছ্বাসে প্রেয়সীর পাশে
শারদীয় রঙ মেখে,
শরৎ এসেছে দূর্গা পূজার
শত উল্লাসে জেঁকে।
জুঁই, চামেলি, কদম কেয়ারা
হেসে যায় প্রাণ খুলে,
শরৎ এসেছে গুঁজে দিতে ফুল
প্রেয়সীর এলো চুলে।