মানুষ হলো সেরা জীব সবাই জানে,
শুনে  বুঝে তবুও তা কয়জনে মানে?
জ্ঞানের  জগতে  তার চলে  বিচরণ,
প্রতিক্ষণে  স্রষ্টাকে  করে  সে স্মরণ।


মানুষ  হবে  স্রষ্টায়  নিবেদিত  প্রাণ,
আমরণ ছড়াবে যে গোলাপের ঘ্রাণ।
স্বার্থের  টানে পড়ে  করবে না যা তা,
মানুষ হবে সব কাজে রেখে মানবতা।


সরল  রেখায়  তার  হতে  হবে  চলা,
কথা হবে ঠিক ঠাক মেপে মেপে বলা।
অপরের  উপকারে  করবেন না  ভুল,
লোভে পাপে এগোবেনা কভু একচুল।


কতক মানুষ আছে পাই হাতে গুনে,
অমায়িক ব্যবহারে ফোটে ফুল মনে।
সত্যকে ভালোবেসে ছোটে অবিরাম,
অকারণে নেই  যার কোনো ধুমধাম।


এমন  মানুষ  বলো আছে  কয় জন?
মানুষের খোঁজে তাই কাঁদে এই  মন।