--------------------------------------
জ‍্যোৎস্না ভরা  রাতটা সবার
মনটা জুড়ায়  বেশ,
আকাশ জুড়ে তারার মেলা
রয়না কালোর লেশ।

শন্ শনা শন্ বয় যে হাওয়া
বৃষ্টি  টাপুর  টুপ্,
ঝোপের মাঝে জোনাক জ্বলে
কী অপরূপ রূপ!

রাতদুপুরে হাঁক জুড়ে দেয়
খেকশিয়ালের দল,
বাঁশ বাগানে পাখপাখালী
বাঁধায়  কোলাহল।

ঝুম পাহাড়ের ঝর্ণাধারায়
পাগলা হাওয়ার টান,
তার সাথে কে মিশিয়ে দিছে
ফুলপরীদের গান।

কুনো ব‍্যাঙে ধ‍্যান করে যায়
গুটিয়ে নিয়ে ঠ‍্যাং,
পুকুর ডোবায় কোলা ব‍্যাঙে
ডাকে  ঘ‍্যাঙর্ ঘ‍্যাং।

গ্রামটা ছেড়ে  শহর গেলেই
সব হয়ে যায় স্মৃতি,
হরেক আলোয় পাইনা খুঁজে
রাতে' র প্রকৃতি।