.
    পুরুষ  শুধু   নয়তো  নামে
    নয় পোশাকে নয়তো দামে
  নয় কেবলই  গেঞ্জি  লুঙ্গি শার্টে,

    পুরুষ  মানে  সামনে চলা
    সাহস  নিয়েই  কথা  বলা
  পুরুষ  সেতো  নয়  শুধু স্মার্টে।

    পুরুষ  যাবে  সামনে  হেটৈ
    পেলাম কুরান হাদীস ঘেঁটে
ঊনিশ  বিশেই  হবেনা সে  গরম,

    একেবারেই  নয়তো  বোকা
    তাই  বলে সে খায়না ধোঁকা
  থাকলে ভালো একটু লজ্জা শরম।

    পুরুষ থাকবে  মাঠে ঘাটে
    কেনাকাটায়  ঘুরবে  হাটে
আজকে দেখি তাতে অনেক ফাঁক!

    কতক  পুরুষ  ঘরেই  বন্দি
    কারও সাথে নেই তো সন্ধি
পুরুষ  বেশে  বাইরে  নারীর ঝাঁক।

    পুরুষ  তুমি,  পুরুষ  আমি-
    আসল পুরুষ আমরা কমই
  কাজের বেলা পুরুষ তেমন নাই,

    পোশাক  পরা  পুরুষ দিয়ে
    ফায়দা  শুধু  পড়িয়ে  বিয়ে
  মরছে   ধুঁকে  পুরো  সমাজটাই।।

      ২১/০৯/২০২০ ইং
     সিটি প্লাজা, যশোর।