-----------------------
শিশু যেনো ফুলের মতো
চায় সে আদর অবিরত
তোমার আমার কাছে,
ভালোবেসে পাখির বাসা
উজাড় করে মনের ভাষা
চড়তে সে চায় গাছে।
মনটা যে তার প্রজাপতি
বোঝেনা সে লাভ ও ক্ষতি
উড়তে শুধুই চায়,
কোন কথাতে কান্না ভুলে
খেলতে পারে প্রাণটা খুলে
জানে শিশুর মায়।
এই দেখি সে কোমলমতি
একটু বাদেই দুষ্টু অতি
দোলে শিশুর মন,
তবুও শিশু ঘরের আলো
সবাই তাকে বাসে ভালো
সবার আপনজন।