--------------------------
মাগো তোমায় আজকে আমি
ইচ্ছে হলেই পাইনা খুঁজে,
আমার সকল কাজের শেষে
ক্লান্তি আসে দুচোখ বুজে।
তোমার ছেলের জীবনটা আজ
ইচ্ছে মতো সাজতে মানা,
আজ এখানে কে দেবে মোর
প্রজাপতির রঙিন ডানা?
এই যে সেদিন কাজের শেষে
বাসায় ফিরে ক্লান্ত আমি,
রাতের খাবার হয়নি খাওয়া
জীবন হেথা এমন দামি!
কেউ রাখেনা কারোর খবর
ভীষণ কষ্টে সময় কাটে,
এখানে কেউ পাইনা সুযোগ
মন চাইলেই খেলবো মাঠে।
জীবন মোদের ভাবছো রঙিন
যাচ্ছে কেটে বেশতো ভালো,
আসলে এই প্রবাস জীবন
আঁধার চিরে একটু আলো।
এখানে কেউ পাইনা খুঁজে
বাবা মায়ের আদর গুলো,
ডিউটি শেষে ক্ষুধার জ্বালায়
জ্বালাতে হয় নিজের চুলো।
সবজি কাটা মসলা বাটা
কাজটা যেন নিত্য হেথা,
এই জীবনে নেই তো সুযোগ
ঘুরতে যাওয়া যখন যেথা।