ফোটা ফুল ঝরে যায়
থাকেনা সে গাছে আর,
তবু তারে ভালোবেসে
তুলে নিই বারে বার।

সারাদেশে দেখি কত
পথশিশু ফোটা ফুল,
তবে কেন তাদেরকে
তুলে নিতে করি ভুল?

মেধা আর যোগ্যতা
নিয়ে কতো শিশু যে,
ধুঁকে ধুঁকে ঝরে আর
বেঁচে থেকে মরে সে।

তাদেরও তো আছে ভাই
বেঁচে থাকার অধিকার,
মানুষ  হয়ে তবে কেন
করবো এই অবিচার?

পথ শিশু কল্যাণে-
প্রসারিত করি হাত,
অবহেলা ছেড়ে তাকে
বুকে টানি দিবা রাত।