আজকে যারাই শিশু-কিশোর
কালকে তারাই যুবা হবে ঠিক
আলোর সমাজ গড়তে সবাই
জগৎ জুড়ে  ছুটবে  চতুর্দিক।

নরম কাদার ছাপ শুকোলেই
তাতে ভীষণ কঠিন হবে কাজ
পঁচিশ আসার আগেই তুমি --
সাজিয়ে নিও জীবন পঙ্খিরাজ।

নিজকে গড়ার এই তো সময়-
পার করোনা অবহেলায় কেউ
সত্য - ন্যায়ের পথ ধরে আজ
চলতে শেখো মাড়িয়ে শত ঢেউ।

এই পৃথিবীর আকাশ জমিন
ধন্য হবে তোমার পরশ মেখে
তিক্ত বাতাস সিক্ত হবে আজ
অনুজেরা শিখবে তোমায় দেখে।

তাইতো পঁচিশ  হবার আগেই -
জীবন গড়ার প্রস্তুতি নাও বুঝে
লোভ - লালসা - মিথ্যে আশায়
ডুব দিওনা -সত্যিটা নাও খুঁজে।