মন দিয়ে শুনুন সবাই পিঠার একটা ছড়া....
কতক পিঠা সাদামাটা কতক মিঠে কড়া.!
"চিতই" পিঠা হয়না মিঠে খাই ডুবিয়ে রসে......
হুড়মুড়ে খাই "পাক্কান" পিঠা মায়ের কাছে বসে।
'পাটিসাপটা'য় মন ছুঁয়ে যায় 'সেমাই পিঠা'র লোভ
খেতে দিলেই জামাই বাবুর থাকে না আর ক্ষোভ ।
ঢাকায় চলে 'নকশী পিঠা', সিলেটে "নুন গড়া"
শরীয়তপুরের "বিবিখানা"... দামে একটু চড়া।
নোয়াখালীর "ম্যারা" পিঠা, 'নারিকেলের চিড়া'
চট্টগ্রামে র "বিন্নি পুলি" না খেলে দেয় পীড়া!!
'ভাপাপিঠা'র বাজার গরম শীতের বিকেল বেলা
মোড়ে মোড়ে তাইতো দেখি এই পিঠার ই মেলা।
শীতের মাঝে পিঠা উৎসব বিখ্যাত এক নাম
একটুখানি চেখে দেখলে দিতে হয় না দাম।
হরেক রকম এমন পিঠা পাবেন কোথায় কবে?
চলে আসুন সবাই মিলে পিঠা'র এ উৎসবে।