.
    বিশ্ব  ব্যাপী একটি   কথা
       আজকে দেখি বহমান,
     কেউ বলছে পাপের ফসল
       কেউবা ভাবে অপমান।

      বিজ্ঞ জনে  চিনতে তোমায়
        নাম দিয়েছে "করোনা",
     সকাল বিকাল ধরছো কারো
        কাউকে আবার ধরোনা।

     তোমার কাছে সবাই সমান
         কেউ পেলাম না মাফ,
     যতোই দেখাই টাকার বড়াই
          যতোই  মারি  লাফ।

     চতুর্দিকে কান্নার আওয়াজ
         আকাশ জুড়ে ভাসে,
     হাসপাতালের কেবিন গুলো
          ভরছে লাশে লাশে।

     করোনাতে  বিদায় নিলেন
          নামী  দামী  কতো,
     জ্ঞানীগুণী , শক্তিশালী
          মরছে  অবিরত।

     আসলে ভাই এই করোনায়
          পাচ্ছি পাপের ফল,
      আসুন সবাই প্রভুর কাছে
         ফেলি চোখের জল।