নির্ঘুম রাতের বুক চিরে
অসহায় স্বজনের অপেক্ষার দীর্ঘশ্বাসে
ভারী হয়ে ওঠে প্রকৃতি...
দূর নীলিমায় তারাগুলো
গুনে ঠিক ঠাক বুঝে পাবার ব্যর্থ চেষ্টা!
নাহ! আজ কেনো জানি
হিসেবটা মিলছে না।
আচমকা একটা তারা খসে পড়ে
দল থেকে...
স্বজনের জল ছল ছল চোখের ভাষায়
নির্বাক আকুতির ঢেউ...
দূর প্রবাসে অভিমানী খোকার
হৃদয়ে জমাট বাঁধা গল্পের যবনিকা!
আশাহত এক বাবা রাতভর কার্নিশ ছুঁয়ে
ঠাঁয় দাঁড়িয়ে নিস্তব্ধ প্রকৃতির সাথে।

শুন্য এ বুকে পাখি আর
কখনো কি আসবে ফিরে?

"ভয় নেই, ওরে চিন্তা নেই...
তোমরাই বিজয়ী হবে একদিন
যদি তোমরা বিশ্বাস রাখো...
মুগ্ধ আবেশে এক মুঠো স্নিগ্ধ নির্মল হাওয়ায়
আকাশ বাতাস মুখরিত বিজয়ের সুরে।
ক্ষনিকের ব্যবধানে--
পাপের পৃথিবীতে আবারও শুরু হয়
নতুনের অনিবার্য চাষাবাদ।