আজব দেশে, চলছি ভেসে
নেতা ঘোরেন মাতাল বেশে,
মদ্য  পানের   বসায়   হাট
দেশটা যেনো নেশার মাঠ।

হাতের কাছে সামনে পিছে
রামদা  রাখে বেডের নিচে,
বিদ্যালয়ের  ছাদের  উপর
মহোড়া চলে সকাল দুপুর।

চান্দা  বাজি, ধান্দা বাজি
নষ্ট  নীতির  পাক্কা কাজী,
আম জনতার কান্ধে বসে
গরীব দূঃখীর রক্ত চোষে।

নষ্ট   করে  দেশের   মাটি
পোষেন কেহ গানজা পার্টি,
ফালতু কাজে কোটি  টাকা
আসল বেলায় পকেট ফাঁকা।

যমের দেখা  যেদিন  লেখা
বুঝবে সেদিন  হয়নি শেখা,
মিটবে তাদের সকল ঝোঁক
মুক্তি পাবে  দেশের  লোক।
>.<>.<>.<>.<>.<>.<