-------------------------------
আমার মায়ে ডাকতো যাকে
হিরে ,মোতি ,পান্না,
শত আশার স্বপ্ন সেধে
বুকেই যাকে রাখেন বেঁধে
সয়না যে তার কান্না।
আমার বাবায় ডাকতো যাকে
আদরের পারমিতা,
স্নেহ মায়ার ছন্দ এঁকে
থাকতো সদা সোহাগ মেখে
আজ সে নির্যাতিতা।
আমার আকাশ যাকে নিয়ে
হাসতো সকাল সাঁঝে,
মিষ্টি মাখা মুখ দেখে যার
আমার সকল দিন হতো পার
মরছে সে আজ লাজে।
আমার প্রিয়ার সারা শরীর
খুন স্রোতে ভাসে,
নির্মমতার আওয়াজ তুলে
পাষন্ডতার সীমা ভুলে
সব হায়েনা হাসে।
নির্যাতিতা' র ক্রন্দনে আজ
কাঁপছে আকাশ মাটি,
কিসেই বলো মুক্তি তোমার
কীইবা হবে বিছিয়ে আমার
জায়নামাজের পাটি?